গত ২৩ তারিখ শনিবার দুপুর আনুমানিক ২টার সময় কিশোরগঞ্জ পৌরসভার হারুয়া এলাকার চাঞ্চল্যকর গলা কেটে রেকসোনা (৩৫) হত্যার ৪৮ ঘন্টার মধ্যেই হত্যা মামলার রহস্য উদঘাটন। এবং হত্যাকারীকে গ্রেফতার করে CrPC, ১৮৯৮ এর ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণসহ মামলার যাবতীয় কার্যক্রম শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন কিশোরগঞ্জ সদর থানা পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানা মামলা নং ৫৫(৭)২২। ধারা ৩০২ দঃ বিঃ। কিশোরগঞ্জ মডেল থানার অভিযোগ নং ২৭৮ তাং ২৫/০৭/২২।
সোমবার রাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আল আমিন।
ঘটনার বিবরণে জানা যায়, কিশোরগঞ্জ পৌরসভার চর শোলাকিয়া এলাকার মো. সোহরাব মিয়ার ছেলে ভাগ্নে মামুন এবং তাইজুলের স্ত্রীর দীর্ঘদিন যাবত পরকীয়া সম্পর্কের কারণে পারিবারিক কলহ ছিল। শনিবার দুপুরে তাইজুলের স্ত্রী রান্না করার জন্য প্রস্তুতি নেয়ার সময় ভাগ্নে মামুন ঘরে প্রবেশ এবং মামীকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় কিন্তু মামী প্রস্তাব প্রত্যাখ্যান করায় মামীর সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগ্নে মামুন তার মামীকে ধারালো ছুড়ি দিয়ে জবাই করে হত্যা করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দাউদ জানান, ঘটনার দিন রাতে নিহতের স্বামী তাইজুল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। মামলার রুজু হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে মামুনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। হত্যাকারী নিজে হত্যার দায় ১৬৪ ধারায় আদালতে স্বীকার ও মামলার তথ্য উপাত্ত, মামলার স্বাক্ষী পাওয়ায় আদালতে দ্রুত চার্জশিট দেওয়া সম্ভব হয়েছে বলেও তিনি জানান।