নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার বিবরণে জানা যায়, গত শুক্রবার কিশোরগঞ্জ সদর উপজেলার বগাদিয়া এলাকার রহমান মিয়ার বাড়ি সংলগ্ন বীরমুক্তিযোদ্ধা আঃ কাদেরের জমিতে হাঁস যাওয়ায় জের ধরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে রহমান মিয়ার লোকজন ক্ষিপ্ত হয়ে মুক্তিযোদ্ধা আঃ কাদেরের উপর চড়াও হয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে জেলা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা আঃ কাদেরের ছেলে শাহাদাৎ হোসাইন রাজন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা (নং-১৩ তাং ৬/১/২০২০ ইং) দায়ের করে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতার্ (তদন্ত) মিজানুর রহমান এর সাথে মঙ্গলবার যোগাযোগ করা হলে তিনি জানান, এ ঘটনায় মুক্তিযোদ্ধা আঃ কাদেরের ছেলে শাহাদাৎ হোসাইন রাজন বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।