কিশোরগঞ্জে বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে শতাধিক দরিদ্রদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ
আসরাফ আলীঃ প্রাণঘাতী নোভেল করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জে বাংলাদেশ কম্পিউটার সমিতির উদ্যোগে বাড়ি বাড়ি গিয়ে শতাধিক অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ (৬ এপ্রিল) সোমবার ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা পরিষদ চেয়ারম্যান এড. জিল্লুর রহমান। এ কার্যক্রমে অংশগ্রহণ করেন পৌর মেয়র মাহমুদ পারভেজ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কামরুজ্জামান খান ও সহকারী উপপরিচালক শহীদুল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ কম্পিউটার সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন পলাশ, সাধারণ সম্পাদক মো. ফজলে এলাহী খান মাসুমসহ কম্পিউটার সমিতির সদস্যবৃন্দ।
সমিতির সদস্যরা জানান দরিদ্র মানুষদের সহায়তায় এ কার্যক্রম চলমান থাকবে।
Facebook Comments