আজ ১লা ডিসেম্বর ২০২১, বিশ্ব এইডস দিবস। অনিয়ন্ত্রিত যৌন সম্পর্ক, অনিরাপদ রক্ত পরিসঞ্চালন, পূন:ব্যবহৃত সিরিঞ্জ (বিশেষ করে মাদকসেবীদের ক্ষেত্রে) এর মাধ্যমে এইডস ছড়িয়ে থাকে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “সমতার বাংলাদেশ, এইডস ও অতিমারি হবে শেষ।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, কিশোরগঞ্জ এ স্ট্যান্ডিং র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার, সিভিল সার্জন ডা. মোঃ মুজিবুর রহমান।
উক্ত সভায় সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হেলাল উদ্দিন। স্ট্যান্ডিং র্যালি এবং আলোচনা সভায় চিকিৎসক কর্মকর্তাবৃন্দ, নার্সিং কর্মকর্তাগণ ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, এই উপলক্ষে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পৃথক একটি আলোচনা সভার আয়োজন করা হয়। হাসপাতালের পরিচালক ডা. মোঃ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়।