কিশোরগঞ্জ সদর পৌরসভা বত্রিশ এলাকা হতে ১৪ শত পিছ ইয়াবা, নগত ১৫ শত টাকা, ১টি মোবাইল সেট এবং ১টি প্রাইভেটকারসহ এক মাদক ব্যবসায়ী আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ।
বুধবার (১১ নভেম্বর) সোয়া পাঁচ টার দিকে কিশোরগঞ্জ সদর পৌরসভার বত্রিশ এলাকা হতে মোঃ শাহিন (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ও থানার পূর্ব তালসহর ইউপির পূর্ব সোনাসার গ্রামের মৃত জাহেদ মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন (৩৮)।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বত্রিশ এলাকা হতে প্রাইভেটকার তল্লাশি করে ১৪ পিছ ইয়াবা, পনেরশত টাকা, ১টি মোবাইল সেট পাওয়া যায় এবং প্রাইভেট কারসহ মোহাম্মদ শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২ এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন ব্রাহ্মণবাড়িয়া সহ আশেপাশের জেলাগুলোতে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করেন।
কিশোরগঞ্জ র্যাব-১৪, সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার এম শোভন খান
বিএন
বলেন,
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব এর অভিযান অব্যাহত রয়েছে।