বিশ্ব যখন করোনা ভাইরাসের ঝুঁকিতে স্থবির হয়ে পড়েছে বিশ্বব্যাপী সকল কার্যক্রম। বাদ পড়েনি বাংলাদেশও। মাঠ পর্যায়ে করোনা প্রতিরোধে সরকারিভাবে চালানো হচ্ছে ব্যাপক প্রচার প্রচারণা। সারাদেশ অলিখিতভাবে লক ডাউন করা হলেও তা মানছেন সাধারণ জনগণ। তারই ধারাবাহিতায় আজ ৩০ মার্চ সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বসানো হয়েছে ভ্রাম্যমান আদালত।
আরডিসি (রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা’র নেত্রীত্বে পরিচালিত হয় উক্ত ভ্রাম্যমান আদালত।
প্রশাসন কর্তৃক আরোপিত যে সকল যান চলাচলের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে সে সকল যানবাহনের উপর চালানো হয় এই ভ্রাম্যমাণ আদালত। উক্ত আদালতে বেটারী চালিত ইজিবাইক, মোটর সাইকেল ও সিএনজিসহ যাত্রীবাহী অন্যান্য যানবাহনকে ১৬টি মামলা ও মোট ১৪ হাজার ৬’শত টাকা জরিমানা করাসহ আটক করা হয়।
দেশ ও জনগণের স্বার্থ রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালত আব্যাহত থাকবে বলে জানান আরডিসি(রাজস্ব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি।