কিশোরগঞ্জে মনিপুরঘাট থেকে বয়স্ক ইয়াবা ব্যবসায়ী মহিলা আটক করেছে র্যাব
নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদরের মনিপুরঘাট এলাকা থেকে ৯০ পিস ইয়াবা’সহ ০১ মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে কিশোরগঞ্জ র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল অদ্য ১৩/০৩/২০২০ ইং তারিখ অনুমান রাত ০১.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানাধীন মনিপুরঘাট এলাকা হতে মহিলা মাদক ব্যবসায়ী আম্বিয়া (৬০), স্বামী-তোতা মিয়া, সাং- মনিপুরঘাট, থানা ও জেলা- কিশোরগঞ্জ’কে আটক করা হয়। আটককৃত মহিলার ডান হাতে মুঠোর মধ্যে থাকা সাদা রংয়ের ০১(এক)টি প্লাষ্টিকের কৌটার মধ্যে সাদা পলিথিনে মোড়ানো ৯০(নব্বই) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। উক্ত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা যায় যে, তার বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ১৮,০০০/- (আঠার হাজার) টাকা।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।