কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মনিপুরঘাট ব্রীজ এলাকা হতে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক সংক্রান্ত অপরাধ কর্মকান্ড দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসা মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়।
এপ্রেক্ষিতে ২৩ ডিসেম্বর বুধবার বিকাল পাঁচটায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন মনিপুরঘাট ব্রীজ এলাকা হতে জেলা সদর থানাধীন পশ্চিম তারাপাশা এলাকার লাল মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ রুহুল আমীন (৩০)কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে।
র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করে।
উক্ত বিষয়ে ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার সদর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র্যাব-১৪ সিপিসি-২ এর উপর পরিচালক এম শোভন খান লেঃ কমান্ডার বিএন।