কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা হতে ১০১ বোতল ফেনসিডিল, মোবাইল ৩ টি, গাড়ির কাগজপত্র ১ সেট এবং ১ টি ট্রাক’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক।
র্যাব সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উৎঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব সার্বক্ষণিক অপরাধীদের পিছনে আঠার মত লেগে রয়েছে।
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প অভিযান চালিয়ে একটি মাদক ব্যবসায়ী চক্র জয়পুরহাটের পাঁচবিবি এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলা বিক্রয় করার জন্য আসে এবং র্যাব-১৪ মাদক ব্যবসায়ীকে ধরতে সক্ষম হন।
১৩ ডিসেম্বর রবিবার সাড়ে ছয়টার সময় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন বত্রিশ বাসস্ট্যান্ড এলাকা হতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার বাগজান ইউনিয়নের চেঁচড়া গ্রামের বয়েন উদ্দিন মোল্লার ছেলে মাদক ব্যবসায়ী মোঃ আনিছ মোল্লা (৪০) কে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান, (এস), বিএন এর নেতৃতে আভিযানিক দল ১০১ বোতল ফেনসিডিল, ৩টি মোবাইল, ১ সেট গাড়ির কাগজপত্র ও ১টি ট্রাক’সহ তাকে গ্রেফতার করেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান, (এস), বিএন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায়, দীর্ঘদিন যাবৎ সে তার ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় ফেনসিডিল সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসতো। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।