কিশোরগঞ্জ জেলার নিকলীতে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নাজিউর রহমান সোহেল ওরফে মুরগী সোহেলকে আটক করেছে র্যাব।
রোববার (৩০ মে) দিবাগত রাতে র্যাবের অভিযানে নিকলী উপজেলার খালিসাহাটি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক নাজিউর রহমান সোহেল ওরফে মুরগী সোহেল (৩৫) নিকলী উপজেলার খালিসাহাটি গ্রামের মোঃ নূরুল ইসলাম পুত্র।
সংবাদ সম্মেলনের মাধ্যমে র্যাব-১৪ কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আবু নাঈম মোঃ তালাব এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১১ মে সোয়াইজানি নদী জলমহাল দখলকে কেন্দ্র করে সোহেল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র দিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে।
এ সময় মুরগী সোহেল তার কাছে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়ে। এতে ৪ শিশুসহ মোট ১০ জন আহত হয়। এ ঘটনায় ১২ মে নিকলী থানায় একটি মামলা দায়ের করা হয়।
এ সময় তার সঙ্গে থাকা দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করে সোহেলের বাড়ির টয়লেটের পিছনে মাটির নিচে লুকিয়ে রাখা ২টি পাইপ গান, ৫ রাউন্ড কাতুর্জ, ৪টি দেশীয় রামদা ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।
র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার বি.এন এম শোভন খান বলেন, সোহেল দীর্ঘদিন যাবৎ জলমহাল দখল, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তার কার্যক্রমে এলাকার মানুষ অতিষ্ঠ। উদ্ধারকৃত অস্ত্র কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং যোগান দাতা কে তা জানার জন্য র্যাবের তদন্ত অব্যাহত রয়েছে। তাকে নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।