১৫ আগস্ট/২১ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালন উপলক্ষে জেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি ও জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার জেলা প্রশাসনের কর্মকর্তা ও জেলার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরবর্তীতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এর পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতাসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সকল শহীদের আত্নার মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত করা হয়।