র্যাব-১৪ সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫শ’ পিস ইয়াবা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি মোবাইলসহ মো. বাছেদ মিয়া (৩৩) ও ২শত পঁচাশি ইয়াবাসহ লুৎফা(৩৫) নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
শনিবার (১৯ জুন) সকালে ভৈরব উপজেলার জালালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মো. বাছেদ মিয়া (৩৩) এবং একই দিন দুপুরে কটিয়াদি উপজেলার দড়িচরিয়াকোনা এলাকায় অভিযান চালিয়ে লুৎফা (৩৫)কে আটক করা হয়েছে।
ইয়াবাসহ আটক হওয়া মাদক ব্যবসায়ী মো. বাছেদ মিয়া জেলার ভৈরব পৌরসভার জগন্নাথপুর এলাকার মৃত ছুবির মিয়ার ছেলে। মহিলা মাদক ব্যবসায়ী লুৎফা কটিয়াদি পৌরসভার মো. বিল্লাল এর স্ত্রী।
র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার এম শোভন খান বিএন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি অপারেশনাল টিম শনিবার (১৯ জুন) পৃথক পৃথক এলাকায় অভিযান চালায়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
এ বিষয়ে মো. বাছেদ মিয়া (৩৩) বিরুদ্ধে ভৈরব থানায় এবং লুৎফা (৩৫) বিরুদ্ধে কটিয়াদি থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।