ডেস্ক নিউজ: কিশোরগঞ্জ মডেল থানাধীন দক্ষিন খিলপাড়া এলাকা হতে ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট’সহ ১ জন মাদক ব্যবসায়ী আটক র্যাব-১৪ এর সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর আভিযানিক দল।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক ব্যবসায়ী চক্র মাদকদ্রব্য সংগ্রহ করে কিশোরগঞ্জ’সহ আশেপাশের জেলাগুলোতে পাইকারি/খুচরা বিক্রয় করে আসছে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে অদ্য ১৫ সেপ্টেম্বর ২০ অনুমান সাড়ে সাত টার সময় কিশোরগঞ্জ জেলার মডেল থানাধীন মারিয়া ইউনিয়নের দক্ষিন খিলপাড়া এলাকার আব্দুল কালাম এর ছেলে মাদক ব্যবসায়ী আব্দুল আলিম (২৫) কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৬০ (দুইশত ষাট) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। ধৃত আসামীর বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।