কিশোরগঞ্জে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিনিধিঃ মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের উদ্যোগে কিশোরগঞ্জ এক্সিম ব্যাংকের সৌজন্যে মঙ্গলবার সকালে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গুরুদয়াল সরকারী কলেজের সামনে নরসুন্দা নদীর তীরে গড়ে ওঠা মুক্তমঞ্চে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের সভাপতি মোঃ আবুল হাসান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া। বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আরেফীন। এ সময় উপস্থিত ছিলেন মুক্ত মঞ্চ শরীর চর্চা কেন্দ্রের সহসভাপতি শামসুল আরেফীন লিটনসহ সংগঠনের সদস্যরা। কিশোরগঞ্জ এক্সিম ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ দিদারুল আরেফীন জানান, আমাদের ব্যাংকের মাধ্যমে গরীব অসহায় ও এতিমদের মধ্যে কম্বল বিতরণের অংশ হিসেবে আজ ভোরে মুক্তমঞ্চে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করি।