কিশোরগঞ্জে শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শ্রমিক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে জেলা শহরের একরামপুরে শ্রমিকলীগের কার্যালয়ে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জেলা শ্রমিকলীগের সভাপতি এবিএম সিরাজুল ইসলামের সভাপতিত্বে ওসাধারণ সম্পাদক আবুল হোসেন আকন্দের পরিচালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমি, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শরীফুল ইসলাম, যুবলীগ নেতাে এডভোকেট মীর সোহেল, রাশেদ জাহাঙ্গীর পল্লব, শ্রমিলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, পৌর শ্রমিলীগের সভাপতি শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল্লাহআল মামুন, সাধারণ সম্পাদক মীর নাঈম, শ্রমিক ইউনিয়নের সভাপতি কায়সার আহমেদ কাইয়ুম, জেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা সুমনসহ শ্রমিকলীগের নেতৃবৃন্দ। মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।