কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত
আমিনুল হক সাদীঃ কিশোরগঞ্জে শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প্রতিবার কিশোরগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপপরিচালক সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক শাহ মোফাখখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডাঃ মোঃ রমজান মাহমুদ, সহকারী অধ্যাপক ডাঃ এম এ তাহের, বিএমএ’র সাধারণ সম্পাদক ডাঃ আব্দুল ওয়াহাব বাদল, কিশোরগঞ্জ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হানিফ খান।
মতবিনিময় সভার উদ্বোধক ছিলেন জেলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক তত্ত্বাবধায়ক ডাঃ সুলতানা রাজিয়া। আলোচনায় অংশ নেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, কিশোরগঞ্জ নিউজের সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম প্রমুখ। সভায় শ্রম আইন বাস্তবায়ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকতার্বৃন্দ,বিভিন্ন ক্লিনিক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, প্রিন্ট ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।