কিশোরগঞ্জে সন্ত্রাস মাদক জঙ্গীবাদ বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে আলেমদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধিঃ কিশোরগঞ্জে সন্ত্রাস মাদক জঙ্গীবাদ বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধে আলেম উলামাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কাযার্লয়ের সম্মেলন কক্ষে পুলিশের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার। ইসলামিক ফাউন্ডেশন কিশোরগঞ্জ জেলা কাযার্লয়ের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মিজানুর রহমান, সনাক সভাপতি সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু। আমন্ত্রিত বিশেষ আলোচক ছিলেন আল জামিয়াতুল ইমদাদিয়ার মুহাদ্দিস মাও.শুয়াইব বিন আব্দুর রউফ,পুলিশ লাইন্স জামে মসজিদের খতিব মাও. মাজহারুল ইসলাম। অন্যন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মাও. এনাম বিন ফজলুল হক, ফিল্ড সুপার ভাইজার মো. রফিকুল ইসলাম ভুইয়া প্রমুখ। পরে দেশ ও জাতির অগ্রগতি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মাও. খায়রুল ইসলাম। এ সময় জেলা পুলিশের কর্মকতার্গণ, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকতার্বৃন্দ, বিভিন্ন মসজিদের ইমামগণ, মাদরাসার শিক্ষক ও উলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন।