কিশোরগঞ্জে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বৃহস্পতিবার জেলা সদরের বৌলাই ইউনিয়নের ছয়না এলাকা থেকে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ১মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলা সদরের বৌলাই ইউনিয়নের ছয়না গ্রামের হাজী মো: তাহের উদ্দিনের পুত্র মাদক ব্যবসায়ী মো: আমজাদ হোসেন (৩২) কে ইয়াবা ট্যাবলেটসহ আটক করে।
কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লে: কমান্ডার এম শোভন খান (বিএন) জানান, মো: আমজাদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে সে দির্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ক্রয়-বিক্রয়ের কথা স্বীকার করেছে।
এ ব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।