কিশোরগঞ্জে ২জনের যাবজ্জীবন ৪জনের এক বছরের কারাদন্ড
কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক ছফির উদ্দিন হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিজ্ঞ আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। মামলায় অপর চার আসামিকে এক বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে কিশোরগঞ্জের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন-
করিমগঞ্জ উপজেলার হালঘড়া নোয়াবাদ গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া।
মামলার বিবরণে জানা যায়, ২০১০ সালের ১০ জুন সকালে একটি গাছ কাটাকে কেন্দ্র করে হাফিজ উদ্দিনের নেতৃত্বে তার দুই ছেলে মো. হানিফ মিয়া ও মো. মানিক মিয়া শাবল দিয়ে ছফির উদ্দিনের মাথায় আঘাত করে। এতে ছফির উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতাল নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার দিনই ছফির উদ্দিনের ছোট ভাই আব্দুল হেলিম সাতজনকে আসামি করে করিমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১২ সালে আদালতে মামলার অভিযোগপত্র দাখিল করে পুলিশ।সুত্রঃজাগো নিউজ