কিশোরগঞ্জে ২৯ মে এর ১৩১ জন ০২ জুন ৯১ জন, মোট ২২১ জনের স্যাম্পলের মাঝে ৫২ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত ৪৫৬ জন। নতুন শনাক্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর ১৩, করিমগঞ্জ ৯, তাড়াইল ৮, পাকুন্দিয়া ৭, বাজিতপুর ১, নিকলী ৪, ইটনা ১ কুলিয়ারচর ১ ও ভৈরব উপজেলার ৮ জন। আজ ২ জন সহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২১০ জন ও মৃত ১ জন মৃত্যু ১২ জন।
বুধবার দিবাগত রাত বৃহস্পতিবার (৪ মে) রাত আড়াই টার দিকে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে : কিশোরগঞ্জ সদর উপজেলা ৬৫, হোসেনপুর ১৩, করিমগঞ্জ ৪১, তাড়াইল ৪৯, পাকুন্দিয়া ২৪, কটিয়াদী ১৯, কুলিয়ারচর ১৫, ভৈরব ১৫০, নিকলী ৯, বাজিতপুর ৩০, ইটনা ১৩, মিঠামইন ২৫ ও অষ্টগ্রাম ৩ জন। মোট ৪৫৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত।