আমিনুল হক সাদী: প্রধান’মন্ত্রীর ঈদ উপ’হার হিসেবে কিশোর’গঞ্জ জে’লায় ৪৯৩৩ টি মস’জিদে ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৪৬ লাখ ৬৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
কিশোর’গঞ্জ জেলা ইসলা’মিক ফাউন্ডেশন কাযার্লয়ের উপপ’রিচালক মোহাম্মদ ফারুক আ’হামেদ জানি’য়েছেন জেলা’র ৪৯৩৩ টি মসজিদের অনুকুলে ৫ হাজার টাকা করে সরকার এ বরা’দ্দ প্রদান করেছে। জেলার সকল উপজেলার ইউএনওর মাধ্যমে এ বরাদ্দ সংশ্লিষ্ট মস’জিদের অনু’কূলে প্রদান করা হচ্ছে।