কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারী মালিক সমিতির ত্রাণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি : কিশোরগঞ্জ জেলা শহরে করোনার প্রাদুর্ভাবে কর্মহীন, নিম্নবিত্ত ও অসহায়ের পাশে খাদ্য সহায়তায় নিয়ে পাশে দাড়ালেন ‘কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারক মালিক সমিতি’।
রবিবার ১৯ এপ্রিল সকাল সাড়ে এগারোটায় শহরের গাইটাল অতিথি কমিউনিটি সেন্টারে, জেলার অতিরিক্ত জেলা প্রসাশক(সার্বিক) আব্দুল্লাহ আল মাসউদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরগঞ্জ পৌরসভা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কর্মহীন নিম্নমধ্যবিত্ত ও অসহায় ৩ শত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
বিতরন কালে কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব খালেকুজ্জামান জানান, মানবিক দিক বিবেচনায় আমাদের সমিতির অর্থায়নে অসহায় ৩০০ টি পরিবার কে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি লবন ও একটি সাবান দেওয়ার উদ্যোগ গ্রহণ করি।
এসময় উপস্থিত ছিলেন- কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সভাপতি মোঃ ইকবাল হোসেন অপু, চেম্বারে আহবায়ক এনায়েত করিম খান অমি, চেম্বারের পরিচালক মোঃ বকুল মিয়া মোঃ বুরহান উদ্দিন সেলিম মিয়া ও কিশোরগঞ্জ কিশোরগঞ্জ ইট প্রস্তুতকারক মালিক সমিতির অর্থ সম্পাদক মোঃ ইসহাক ভুইয়া সহ সংঘটনের নেতৃবৃন্দ।