কিশোরগঞ্জ ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে মোটরসাইকেল চোর গ্রেপ্তার
কিশোরগঞ্জ সদরের ইসলামিয়া সুপার মার্কেটের সামনে থেকে এক দুর্ধর্ষ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুর ০২:৩০ মিনিটে আসামী মোঃ কামাল উদ্দিন (৪০) পিতা- আঃ কাদির, সাং- নানশ্রী, থানা- করিমগঞ্জ, জেলা- কিশোরগঞ্জকে মোটর সাইকেল চুরির ২টি মাস্টার চাবি ও অন্যান্য যন্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া গ্রহন করা হচ্ছে।
উক্ত আসামী মোটর সাইকেল চুরি করে পাকুন্দিয়া থানাধীন শাহনাজ জামান মটরস এর স্টিকার ব্যবহার করে মটর সাইকেল চুরি করে লোকজনের চোখে ফাকি দিয়া পালিয়ে যেত।
কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক ( সিপি) জয়নাল আবেদীন জানান, গ্রেফতারকৃত আসামী ইসলামিয়া সুপার মার্কেটের সামনে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে পুলিশ সন্দেহ করে এবং তাকে চার্জ করে মোটরসাইকেল চুরি করার নাম্বার প্লেট এবং যন্ত্রাংশ পাওয়া যায়।
উল্লেখ্য, আসামীর বিরুদ্ধে মোটর সাইকেল চুরি ও ডাকাতি সহ সর্বমোট ৪টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।