কিশোরগঞ্জ করোনাভাইরাস (Covid-19) মোকাবেলায় প্রথম সারির যোদ্ধাগণ
কিশোরগঞ্জ জেলায় করোনা মোকাবেলায় ও করোনা ভাইরাস(Covid-19) আক্রান্ত রোগীদের চিকিৎসার নিমিত্তে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে জরুরী ও অন্তবিভাগে চিকিৎসা সেবা চালু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
স্বাস্থ্য অধিদপ্তরের সিদ্ধান্তক্রমে কিশোরগঞ্জ জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে করোনা ভাইরাসের(Covid-19) উপসর্গ যেমন সর্দি-জ্বর-কাশি হাচিঁ, গলা ব্যথা রোগীদের চিকিৎসা সেবা চালু হয়েছে বৃহস্পতিবার ৯ এপ্রিল থেকে।
আর বাকি সকল সাধারন ও জরুরী (মেডিসিন, সার্জারী, গাইনী, কার্ডিওলজি,অর্থোপেডিক, নিউরোলজি, ইউরোলজি ইত্যাদি) স্বাস্থ্যসেবার জন্য যশোদলে স্থাপিত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতাল সার্বক্ষণিক চালু থাকবে।
ইমার্জেন্সি মেডিকেল ইনচার্জ ডা. সজীব ঘোষ এর নেতৃত্বে যেসকল চিকিৎসকগণ সার্বক্ষনিক সেবা দান করবেন তারা হলেন ডা. সাইফুল্লাহ এহতেশাম, ডা. বিল্লাল হোসেন, ডা.এ কে এম মাহমুদুল হক, ডা. মনোজ কুমার রায়, ডা. ইফতেখার উদ্দিন, ডা. মো. মহিদুল ইসলাম, ডা. মামুন অর রশিদ মৃধা, ডা. শাহানা জামান পলি, ডা. সুজন মিয়া, ডা. জান্নাতুল ফেরদৌস প্রমুখ।
ইমার্জেন্সি মেডিকেল ইনচার্জ ডা. সজীব ঘোষ বলেন, করোনা ভাইরাস এর উপসর্গ যাদের মধ্যে আছে তাদেরকে আমরা সেবা দিয়ে যাব এবং উপজেলা থেকেও পর্যায়ক্রমে আরো চিকিৎসকগণ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে যোগদান করবেন বলে সিভিল সার্জন মহোদয় ডা. মুজিবর রহমান স্যার আশ্বস্ত করেছেন। তিনি আরো বলেন, আপনারা কিশোরগঞ্জবাসী বাসায় থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আমরা আপনাদের সেবায় আছি সর্বক্ষণ।
কিশোরগঞ্জ জেলা ২৫০ বিশিষ্ট শয্যা জেনারেল হাসপাতালের করোনাজনিত উপসর্গে হেল্পলাইন- 01730324780 দেয়া হয়েছে।