খেলাধুলা ও সামাজিক এবং আত্ম-মানবিক সেবায় বিশেষ অবদান রাখায় কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের অবকাঠামো উন্নয়নের জন্য ১ লক্ষ ৩৫ হাজার টাকার চেক অনুদান প্রদান করেন সদর উপজেলা পরিষদ।
কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশন, এটা শুধু এসোসিয়েশনই নয় একটা আবেগের নাম। অনেক আবেগ আর ঘাম লুকিয়ে আছে এই এসোসিয়েশনের পিছনে। অল্প দিনেই ২টি সফল লীগ আয়োজনের পাশাপাশি করোনাকালে তিনবারে প্রায় ৬৭০টি পরিবারের পাশে দাড়িয়েছে এই এসোসিয়েশন। এতকিছু করার পরও আক্ষেপ ছিলো, ছিলোনা নিজস্ব একটা বসার জায়গা, ছিলোনা ক্রিকেট ও অন্যান্য খেলাধুলার উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থায়ন।
সংগঠনের সভাপতির উদ্যোগে সার্বিক অবকাঠামো উন্নয়নের জন্য কিশোরগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস–চেয়ারম্যান ও মহিনন্দ ইউপি চেয়ারম্যান এগিয়ে আসেন এবং তাদের বিশেষ সহযোগিতা মাধ্যমে সরকারের বরাদ্দকৃত অর্থ থেকে তিনটি টিআর/ কাবিখার সমমূল্যের ১,৩৫,০০০ টাকা চেক গতকাল ০৯ আগস্ট কলাপাড়া ক্রিকেট এসোসিয়েশনের কতৃপক্ষের নিকট তুলে দেন সদর উপজেলা পরিষদ।
সংগঠনটির সারাধণ সম্পাদক মোঃ আজিজুর রহমান তাপস বলেন, আলহামদুলিল্লাহ এখন আমরা একটা ঘর তুলতে পারবো, এলাকার খেলা-ধুলা ও সামাজিক উন্নয়নেও অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার, মহিনন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনসুর আলীকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
তিনি বিশেষ ধন্যবাদ জানান এসোসিয়েশনের সভাপতি তারেক হাসানকে। কারণ তার পরিশ্রমের ফসল হিসেবেই সংগঠনটি লক্ষে পৌছার স্বপ্ন দেখছে।
এ সময় উপস্থিত ছিলেন কেসিএ এর মবিন ইশান, যুগ্ম সম্পাদক মোঃ রানা, ক্রীড়া সম্পাদক হাইদার আলী, প্রচার সম্পাদক মোঃ আহজারুল ইসলাম, সংস্কৃতি সম্পাদক মোঃ সুজন, দপ্তর সম্পাদক সজীবুর রহমান দ্বীন সজীব, কোষাধ্যক্ষ সম্পাদক আব্দুল কাইয়ুম নয়ন প্রমূক।