কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জে শ্বাসকষ্টে ১ জনের মৃত্যু
করিমগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জে করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়া পাড়া গ্রামের মোঃ শওকত আলীর ছেলে বিপুল (২৫) করোনা আক্রান্তের উপসর্গ নিয়ে মারা গেছেন।
৮ এপ্রিল ২০২০, বুধবার বেলা ১২ টায় তার নিজ বাড়িতে মৃত্যু বরণ করেন।
নিহতের প্রতিবেশী সূত্রে জানা যায়, নিহত বিপুল দীর্ধদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। বিগত ৩দিন ধরে তার শ্বাসকষ্ট জনিত সমস্যা তীব্র আকার ধারন করে।
এবিষয়ে গুজাদিয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, নিহত বিপুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। আমি এবিষয়ে ব্যবস্থা নেয়ার জন্য করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও জেলা সিভিল সার্জনের সাথে যোগাযোগ করেছি।
কিশোরগঞ্জ সিভিল সার্জন বলেন, ইতিমধ্যে মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে সে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে কি না তা পরিক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।
Facebook Comments