কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থেকে ২৮৫ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪
কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পীরপুর জামতলা এলাকা হতে ২৮৫(দুইশত পঁচাশি)পিস ইয়াবা ট্যাবলেট’সহ ৫ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ।
সোমবার (২৭ জানুয়ারি) দুপুর ২টায় কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানাধীন পীরপুর জামতলা এলাকা হতে মাদক ব্যবসায়ী ১। মোঃ ইমন (২২), পিতাঃ মৃত মোহাম্মদ ছানাউল্লাহ, সাং- মাইছচর মধ্যপাড়া, ২। মোঃ শামীম(৩৪), মৃতঃ কামাল মিয়া, সাং- মধ্য ভাগলপুর, ৩। মোঃ সাকিব (২৩), পিতাঃ মোঃ আব্দুল ওয়াদুদ, সাং- মাইছচর মধ্যপাড়া, ভাগলপুর দেওয়ানবাড়ী আব্দুল আহাদের ভাড়াটিয়া বাসা, ৪। মোঃ শাহীন মিয়া (২১), পিতাঃ সেলিম মিয়া, সাং- পশ্চিম ভাগলপুর, বাসষ্ট্যান্ডের পশ্চিম পার্শ্বে ৫। মোঃ রাকিব (২০), পিতাঃ মৃত মোহাম্মদ আলী, সাং- মধ্য ভাগলপুর, সর্ব থানা- বাজিতপুর, জেলা- কিশোরগঞ্জ। র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২৮৫(দুইশত পঁচাশি) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।