কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ
মনিটর ডেস্ক : কিশোরগঞ্জ জেলার হোসেনপুরে এক মাদ্রাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও অন্যান্য সূত্রে জানাযায়, আজ বৃহঃস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শাহেদল ইউনিয়নের আলী মুন্সীর বাড়ির মোঃ শহিদ মিয়ার মেয়ে ও ডাহরা গোল পুকুরপাড় সৈয়দুন্নেছা আলিম মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রী সোনিয়া আক্তারকে (১৭) নিজ ঘরের শাড়ি গলায় প্যাঁচানো অবস্থায় ধর্ণায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায় প্রতিবেশিরা।
এ সময় নিহত সোনিয়ার বাবা-মা নানার বাড়িতে বেড়ানোর উদ্দেশ্যে অবস্থান করছিল। খবর পেয়ে হোসেনপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
হোসেনপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Facebook Comments