নিজস্ব প্রতিনিধিঃ বৃহস্পতিবার (২ জানুয়ারী) কিশোরগঞ্জ জেলার সদর মডেল থানায় পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ (বিপিএম-বার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৫০ জন গরীব ও প্রতিবন্ধী শিশু ও তাদের অভিভাবকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি)মোঃ ছিদ্দিকুর রহমান (পিপিএম)।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাসুদ আনোয়ার। অনুষ্ঠান পরিচালনায়য় ছিলেন কিশোরগঞ্জ মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান ও ইন্সপেক্টর জয়নাল আবেদিন।
অতিথিবৃন্দ উপস্থিতিতে ২৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।