করোনা ভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে সার্বিক কার্যাবলী ও চলাচলে বিধি-নিষেধ আরোপে কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী’র উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ জুলাই) কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ চত্ত্বরে ৩৩৫ জন গৃহকর্মী, দিন মজুর, পরিবহন শ্রমিক ও অন্যান্য দুস্থ অসহায় মানুষের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি মশুর ডাল, ৩ কেজি আলু, ১ কেজি লবণ, ১ লিটার তেল তুলে দেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার), সিভিলসার্জন ডাঃ মোঃ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ আফজাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি ও বিজ্ঞ পিপি এ্যাড. শাহ আজিজুল হক, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম, জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম খান, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটবৃন্দ, স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন জানিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার কর্মহীন হওয়া, অসহায় মানুষের কাছে পৌছানোর কার্যক্রম অব্যাহত থাকবে।