কিশোরগঞ্জে নতুন করে ৬ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। সিভিল সার্জন ডা.মুজিবুর রহমান আজ শুক্রবার (১০ এপ্রিল? এ কথা নিশ্চিত করেছেন।
এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৭ জন। একজনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ সদর ২ জন, ইটনা ২ জন, পাকুন্দিয়া ১ জন ও ভৈরব ১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১৪৮ জনকে। একই সময়ে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ২৬ জন। এছাড়া ৪৮ জনের কোভিড-১৯ নমুনা পরীক্ষায় ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়নি।