মহামারী করোনা ভাইরাস নিয়ন্ত্রণে প্রচার-প্রচারণা সহ সরকারের পাশাপাশি অনেক দায়িত্বশীল ব্যক্তিগণও শহর থেকে গ্রাম-গ্রামান্তরে কাজ করে যাচ্ছে। সরকার জেলা প্রশাসনের মাধ্যমে হত দরিদ্রদের মধ্যে খাবার সামগ্রী পৌঁছে দিচ্ছে। সংগঠন ও ব্যক্তি পর্যায়ে অনেকেই সামর্থ্য অনুযায়ী গরিবদের মধ্যে ত্রাণ বিতরণ করা শুরু করেছে।
মঙ্গলবার (৩১ মার্চ) কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাব্বির আহমেদ মুন্নার উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের রঘুখালি ও দিঘিরপাড় গ্রামে গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাব্বির আহমেদ মুন্না বলেন, আমরা সরকারের পাশাপাশি সাধ্য অনুযায়ী হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখব।
খাদ্য সামগ্রী বিতরণে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম জুনায়েদ, রজ দত্ত, মোঃ আলম, তাকরিম হাসান,রাজন আহম্মেদ রুহুল, মুরাদ, রাকিব, এমদাদ সার্বিকভাবে সহযোগিতা করেন।