সারা দেশের ন্যায় আজ ২৫ জানুয়ারি কিশোরগঞ্জ জেলার বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট কেবিনেট নির্বাচন। তারই ধারাবাহিকতায় কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের স্টুডেন্ট কেবিনেট নির্বাচন-২০২০ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো।
শনিবার( ২৫ জানুয়ারি) সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
৬ষ্ঠ শ্রেণী হতে ১০ম শ্রেণী থেকে মোট ৮জন স্কুল কেবিনেট নির্বাচনে নির্বাচিত হয়।
যারা নির্বাচিত হয়েছেন, আলফী আল ফাইয়াত, ৬ষ্ঠ শ্রেণী,ব্যালট নং-২ প্রাপ্ত ভোট ১৪২। ইব্রাহিম খলীল, ৭ম শ্রেণী, ব্যালট নং- ১২ প্রাপ্ত ভোট ১২০। সাবাতা আলম ফারিকা, ৮ম শ্রেণী, ব্যালট নং- ৬ প্রাপ্ত ভোট ১২২। আফতাবুল ইসলাম আবির, ৯শ্রেণী, ব্যালট নং ৯ প্রাপ্ত ভোট ১২৯। ইশতিয়াক আহমেদ ইমন,১০ শ্রেণী, ব্যালট নং-১০ প্রাপ্ত ভোট ১৫৮।
দ্বিতীয় সর্বোচ্চ ভোট প্রাপ্তদের মধ্যে নির্বাচিত হয়েছে-
আশরাফুল ১০ শ্রেণী, ব্যালট নং ১১ প্রাপ্ত ভোট ১২৫। অনন্য সাহা ৬ষ্ঠ শ্রেণী, ব্যালট নং- ১ প্রাপ্ত ভোট ১২১। ফারজানা ৭ম শ্রেণী, ব্যালট নং- প্রাপ্ত ভোট ১১৮।
কিশোরগঞ্জ জেলা পাবলিক স্কুল এন্ড কলেজের সকল শিক্ষক ও ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে ৩জন নির্বাচন কমিশনার এস এম দ্বীপ, শায়লা সবনম ও সানাউল্লাহ আকন্দ আচল এবং ২জন প্রিজাইডিং অফিসার আল মুহিম সিয়াম ও উবায়দুল্লাহ খানের উপস্থিতিতে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়।
উক্ত নির্বাচনের সার্বিকভাবে সহযোগিতা করেন কিশোরগঞ্জ পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম।