কিশোরগঞ্জ পুরানথানা ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন
কিশোরগঞ্জ জেলা সদরের পুরানথানায় ট্রাফিক পুলিশ বক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা এগারোটায় শহরের পুরানথানা রেইনট্রি গাছ তলায় পুলিশ ট্রাফিক বক্স উদ্বোধন করেন পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার।
প্রধান অতিথি পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ বলেন, ট্রাফিক পুলিশ সদস্যরা রোদ বৃষ্টি উপেক্ষা করে যানজট নিরশনের লক্ষ্যে যান চলাচল স্বাভাবিক রেখে নাগরিকদের সেবা দান করে যাচ্ছেন। তাদের একটু প্রশান্তির কথা ভেবেই স্থায়ীভাবে ট্রাফিক বক্স নির্মানে হওয়ায় ট্রাফিক পুলিশ তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সঠিক পালন করতে পারেন সে আহব্বানও তিনি জানান।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(প্রসাশন) মো.মিজানুর রহমান, পুলিশ সুপার (সদর) অনির্বান চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইব্রাহিম হোসেন , সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক পিপিএম, কমিউনিটি পুলিশিং এন্ড ইন্টেলিজেন্স ( পরিদর্শক) জয়নাল আবেদিন, ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) একেএম ইয়াকুব, ট্রাফিক পরিদর্শক মো. আবেদ আলী, ট্রাফিক পরিদর্শক আতাউর রহমান তালুকদার, ট্রাফিক পরিদর্শক মো. শাহজাহান, ট্রাফিক পরিদর্শক আ. হামিদ’সহ ট্রাফিক পুলিশের অন্যান্য সদস্য বৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক’সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।