কিশোরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (মার্চ/২১)ভোর রাত প্রায় সাড়ে ৩ টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে বত্রিশ এলাকায় (নরসুন্দা সড়ক) পারিবারিক গোরস্তানে তাকে দাফন করা হবে। মাজহারুল ইসলাম ভূইয়া কাঞ্চন কিশোরগঞ্জ পৌরসভার দুই মেয়াদে মেয়র ছিলেন। তিনি কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কিশোরগঞ্জ শহর আওয়ামী লীগের আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন।