কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল মধ্যপাড়া এলাকা হতে দুইশত পনের পিস ইয়াবা ট্যাবলেট’সহ একজন মহিলা মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২,কিশোরগঞ্জ।
বৃহস্পতিবার (৭ মে) অনুমান ১৩.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন যশোদল মধ্যপাড়া এলাকা হতে সদর থানাধীন যশোদল এলাকার ওবায়দুল্লাহ’র স্ত্রী মহিলা মাদক ব্যবসায়ী মোছাঃ শাহানা(৩০) কে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল ২১৫ (দুইশত পনের) পিস ইয়াবা ট্যাবলেট’সহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার রেলওয়ে থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।