কিশোরগঞ্জ সদরে সেনাবাহিনীর ভ্রাম্যমাণ আদালত সামাজিক দূরত্ব অমান্য করায় জরিমানা
মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশ মতে কিশোরগঞ্জ সদরের বিভিন্ন এলাকার সেনাবাহিনীর তত্ত্বাবধানে ভ্রম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার(৩ এপ্রিল)সকাল থেকে কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বির নেতৃত্বে এবং ক্যাপ্টেন শাহরিয়ার এর তত্ত্বাবধানে বাংলাদেশ সেনাবাহিনীর এক সেকশন দল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় শহরের পুরানথানা, বড়বাজার , কাচারিবাজার , রথখোলা, রেলস্টেশন, শোলাকিয়া , নীলগঞ্জসহ বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির জন্য সরকারী নির্দেশাবলীসমুহ মাইকিং করা হয়।
এছাড়াও, সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দোকানপাট এবং ফার্মেসীসমুহের সামনে সাদা রঙের গোল চিহ্ন অঙ্কন করা হয়।
উল্লেখ্য, উক্ত টপ ব্রাম্মমান আদালত সামাজিক দূরত্ব সম্পর্কিত সরকারী আদেশ অমান্য করায় ৪টি দোকান এবং ২ জন ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা কয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফজলে রাব্বি বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক ভ্রাম্যমান আদালত চলমান থাকবে।