নিউজ ডেস্কঃ কিশোরগঞ্জ সদরের বত্রিশ এলাকা থেকে ৩৫ গ্রাম গাঁজা’সহ ০৭ জন মাদক সেবনকারীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
শনিবার ( ১৪ মার্চ) রাতে র্যাব-১৪, সিপিসি-২, এর কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব মাহমুদ পাশা’র নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সাত মাদকসেবীকে মাদক সেবন করা অবস্থায় গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী
১। আরিফুল ইসলাম(২০), পিতা-মোঃ মাবুল মিয়া, সাং নিউটাউন ২। রেজাউল ইসলাম শান্ত(২০), পিতা-মোঃ শিপন মিয়া, ৩। দ্বীন ইসলাম(২০), পিতা-মোঃ আজিজ, ৪। মোজাহিদুল ইসলাম(২০), পিতা-নজরুল ইসলাম, ৫। আহমিদুল ইসলাম(২০), পিতা-শরীফ আহমেদ, ৬। মোঃ শামীম(১৯), পিতা-আবু বকর সিদ্দিক, ৭। আকাশ চন্দ্র বর্মন(১৮), পিতা-নারায়ন বর্মন, সর্ব সাং- বত্রিশ, থানা ও জেলা-কিশোরগঞ্জ।
গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ৩৫ গ্রাম গাঁজা উদ্ধার করেন। উক্ত আসামীদেরকে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দোষী সাব্যস্ত করে সকল আসামীকে ০৩(তিন) মাস করে বিনাশ্রম কারাদন্ড ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৭(সাত) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।