কিশোরগঞ্জ সদর পৌরসভা শুরু করেছে জীবাণুনাশক স্প্রে ছিটানো
করোনা ভাইরাস প্রতিরোধে কিশোরগঞ্জ সদর পৌরসভার উদ্যোগে ছিটানো হচ্ছে ভাইরাস জীবাণুনাশক স্প্রে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১১ টার সময় কিশোরগঞ্জ সদর পৌরসভা হতে শুরু করে পৌরসভার সকল এলাকা ছিটানো হবে করোনা ভাইরাস প্রতিরোধে জীবাণুনাশক স্প্রে।
কিশোর সদর পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে আমরা পৌরবাসীর জন্য কাজ করে যাব এবং করোনা ভাইরাস প্রতিরোধে পৌরসভার প্রতিটি এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানো অব্যাহত রাখব। তিনি আরো বলেন,আমি আশা করবো ১৪ দিন যেন কেহ ঘর থেকে না বের হয়।
এ সময় কিশোর সদর পৌরসভার কর্মকর্তা কর্মচারী ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Facebook Comments