করোনা ভাইরাসের সংক্রমণ রোধের কিশোরগঞ্জ মডেল থানায় জীবাণুনাশক স্প্রে চেম্বার স্থাপন করা হয়েছে।
শনিবার (৯ মে) সকাল থেকেই কিশোরগঞ্জ মডেল থানায় পুলিশ ও থানায় আসা সকল সেবাপ্রত্যাশী এই চেম্বার ব্যবহার শুরু করেছেন।
জীবাণুনাশক স্প্রে চেম্বার শরীরের উন্মুক্ত অংশ, পরিধেয় বস্ত্র, জুতা ইত্যাদির উপরিভাগে ঘন কুয়াশা তৈরি করে। এর ভেতর দিয়ে প্রবেশকারী ব্যক্তির শরীরে ডিসইনফেকশন স্প্রের পাতলা আবরণ তৈরি হয়। ফলে স্বল্প সময়ে অধিকাংশ জীবানু নিষ্ক্রিয় করতে সক্ষম। স্প্রে অত্যন্ত সুক্ষ্ম হবার কারণে খরচ তুলনামূলক অনেক কম এবং ব্যবহারকারী ব্যক্তি অস্বস্তিকরভাবে ভিজে যাবেন না। চেম্বারে প্রবেশের পূর্বে ব্যবহারকারী ব্যক্তি প্রথমে তার হাত জীবানুমুক্ত করবেন এবং হেটে বের হয়ে আসবেন।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, শুধুমাত্র পুলিশের জন্য নয়, থানায় প্রবেশ করতে সকলকেই এই চেম্বারের ভেতর দিয়ে যেতে হবে। পুলিশের কাছে সেবাপ্রত্যাশী সাধারণ মানুষও নির্ভয়ে থানায় আসতে পারবে। আবার পুলিশও নির্ভয়ে জনগণকে সেবা দিতে পারবে বলে আশা করছি।