কিশোর গ্যাং কালচার রোধে কিশোরগঞ্জে র্যাব- ১৪ (সিপিসি- ২) এর আয়োজনে অনুষ্ঠিত হলো জনসচেতনতামূলক আলোচনা সভা। গতকাল বুধবার সকালে আরজত আতরজান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অভিভাবক ও শিক্ষাথর্ীদের অংশগ্রহণে এবং “সবার হোক একটাই পণ কিশোর অপরাধ করব দমন” প্রতিপাদ্য নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। র্যাব- ১৪ (সিপিসি- ২) কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. এম শোভন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ পারভেজ মিয়া।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিছ বেগম, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা আক্তার, ৭ নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর সাইফুল ইসলাম, সংরক্ষিত কাউন্সিলর হাসিনা হায়দার চামেলী, সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবীর প্রমুখ।
অতিথিরা বলেন, সন্তানের প্রতি আপনাদের খেয়াল রাখতে হবে। সন্তানকে সময় দেন। সন্তানদের সাথে এমনভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করুন যেন সে আপনার কাছে তার মনের কথা প্রকাশ করতে পারে। পারিবারিক বন্ধন অটুট রাখুন এতে সন্তান ভালো পরিবেশে বেড়ে উঠবে। সন্তানকে চারিত্রিক সুশিক্ষা দিন। মাদকের ভয়াবহতা সম্পর্কে সন্তানকে সচেতন করুন। তাদেরকে খেলাধূলা-বিনোদন ও সাংস্কৃতিক কর্মকান্ডে উৎসাহী করুন।