টাঙ্গাইলের ভু’ঞাপুর উপজেলায় কুকুরকে বাঁচাতে গিয়ে এক মো’টরসাইকেল আরোহী নি’হত হয়েছেন। নিহতের নাম শফিকুল ইসলাম (৫০)।
বুধবার সকাল ৭টার দিকে উপ’জেলার তাড়াই নামক স্থানে এ দুর্ঘ’টনা ঘটে। এ ঘটনায় গুরুতর ‘আ’হত হয়েছে কিশোর নিহাত হোসেন (১৭)।
‘নিহ’ত শফিকুল ইসলাম ভু’ঞাপুর পৌ’রসভার রোলারচালক ছিলেন। তার গ্রামের বাড়ি
ভুঞাপুর পৌর এলাকার টেপিবাড়ি গ্রামে।ভুঞাপুর থানার ওসি মো. রাশিদুল ইসলাম জানান, মোট’রসাইকেলে বাড়ি থেকে বাবাকে নিয়ে ছেলে স্থানীয় বাজারে যাওয়ার পথে তাড়াই নামক স্থানে কুকু’রকে বাঁচাতে গিয়ে মোট’রসাইকেল
নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী শফিকুল ইসলাম মারা যান।গুর’তর আহতা’বস্থায় চালক নিহাত হোসেনকে প্রথমে ভুঞাপুর হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।