কু’রআনের ১১২ ন’ম্বর সূ’রা পাঠ করলে আল্লাহ রিজিকের দরজা খুলে দিবেন।
মু’সলমানদের ধ’র্মীয় গ্রন্থ কুরআনের ১১২ নম্বর সূরা, এর আয়াত সংখ্যা ৪টি এবং এর রূকুর সংখ্যা ১টি।
আ’ল ইখলাস সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।
এই সূ’রাটিকে ই’সলামের শেষ পয়গম্বর মুহাম্মদ (সা:) বিশেষ তাৎপর্যপূর্ণ বলে ব্যাখ্যা করেছেন।
তা’ৎপর্যের কা’রণ হিসেবে বলা হয়েছে, এই আয়াতে আল্লাহ্র অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে।
এ’টি কু’রআনের অন্যতম ছোট একটি সূরা হিসেবেও বিবেচিত হয়ে থাকে।
এই সূ’রাটি কোরআনের এক-তৃতীয়াংশের সমান।
এ’ক ব’র্ণনায় আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বললেন, ‘তোমরা কি এক রাতে এক তৃতীয়াংশ কুরআন পড়তে অপারগ?’প্রস্তাবটি তাঁদের পক্ষে ভারী মনে হল।
তা’ই তাঁ’রা বলে উঠলেন, ‘হে আল্লাহর রাসূল! এ কাজ আমাদের মধ্যে কে করতে পারবে?’ (অর্থাৎ কেউ পারবে না।)
তি’নি ব’ললেন, “ক্বুল হুওয়াল্লাহু আহাদ, আল্লাহুস স্বামাদ’ (সূরা ইখলাস) কুরআনের এক তৃতীয়াংশের সমতুল।”
(অ’র্থাৎ এই সূরা পড়লে এক তৃতীয়াংশ কুরআন পড়ার সমান নেকী অর্জিত হয়।) (বুখারী) [1]
আ’নাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি নিবেদন করল, ‘হে আল্লাহর রাসূল! আমি এই (সূরা) ‘ক্বুল হুওয়াল্লাহু আহাদ’ ভালবাসি।’
তি’নি বললেন, “এর ভালবাসা
তো’মাকে জান্নাতে প্রবেশ করাবে।”
(তি’রমিযী হা’সান সূত্রে, বুখারী বিচ্ছিন্ন সনদে) [1]
[1] সহীহুল বুখারী ৭৭৪ নং হাদীসের পরবর্তী বাব।
তি’রমিযী ২৯০১, আহমাদ ১২০২৪, ১২১০৩, দারেমী ৩৪৩৫ হাদিসের মানঃ সহিহ
প্রতিদিন অজুর সাথে ২০০ বার সুরা ইখলাস পাঠ করার দ্বারা ০৯ টি উপকার লাভ হবে।
১) আ’ল্লাহ রা’ব্বুল ইজ্জত অসুন্তুষ্টির ৩০০ টি দরজা বন্ধ করে দিবেন।
যে’মন: শত্রতা, দূর্ভিক্ষ, ফিতনা ইত্যাদি।
২) র’হমতের ৩০০ টি দরজা খুলে দিবেন।
২)৬৬ বা’র কুরআন শরীফ খতম করার সাওয়াব দান করবেন।
৩)তা’র পঞ্চাশ বছরের গোনাহ মাফ করে দেয়া হবে।
য’খন মৃ-ত্যু বরন করবে তখন তার জানাযায় এক লক্ষ দশ হাজার ফেরেশতা অংশগ্রহন করবেন।