ভা’রতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ জানায়, সম্প্রতি মধ্যপ্রদেশের ভুপালে করোনাভাইরাস আক্রান্ত হয়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি হন এক ব্যক্তি। তার অবস্থা সংকটাপন্ন ছিল।
হা’সপাতালে ভির্তির পর তার অবস্থার আরো অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম অক্সিজেন দেওয়া হয়।এ সময় চিকিৎসা হিসেবে তাকে দেওয়া হয় কুষ্ঠ রোগের ওষুধ মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ।
আ’শ্চর্যজনকভাবে এই ওষুধ প্রয়োগের পর তার শারীরিক অবস্থা ধীরে ধীরে উন্নতি হতে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তে থাকে। পরে সাতদিন আইসিইউতে পর্যবেক্ষণে থাকার পর তাকে সাধারণ বেডে নিয়ে আসা হয়।এ ঘটনার পর হাসপাতালের চিকিৎসকরা ধারণা করছেন, মাইকোব্যাকটেরিয়াম-ডব্লিউ ওষুধটি করোনা প্রতিরোধে সক্ষম হতে পারে।
ত’বে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এখন পর্যন্ত ২ হাজার ১০৯ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন মোট ৬২ হাজারের বেশি। আর চিকিৎসা শেষে সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি।