কুড়িগ্রামে নিম্ন আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের মাস্ক ও স্যানিটাইজার বিতরণ
এজি লাভলু, স্টাফ রিপোর্টার
করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুড়িগ্রাম জেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এ.আই.নূর মোহাম্মদ বাপ্পী ও জেলার একদল তরুণ ছাত্রনেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য বাপ্পীর উদ্যোগ শতাধিক মানুষের মাঝে এসব স্বাস্হ্যপণ্য বিতরণ করা হয়।
জেলা শহরের বিভিন্ন স্থানে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়। রিক্সাচালক,ইজিবাইক চালক, দোকানদার সহ নিম্ন আয়ের মানুষের মাঝে এসব বিতরণ করেন।
এসময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা বাপ্পী জানান, জেলায় অসাধু ব্যবসায়ীদের কারণে স্বাস্থ্যপণ্যের সংকট রয়েছে। এ অবস্থায় দরিদ্র মানুষের স্বাস্থ্যঝুঁকি কমাতে আমরা মানবিক দায়িত্ব বোধের অংশ হিসেবেই মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করছি।
তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রেখে শ্রমজীবী ও দরিদ্র মানুষদের মাঝে এসব বিতরণ করা হয়েছে।এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান এ ছাত্রলীগ নেতা।