কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানেটাইজার বিতরণ!
এজি লাভলু, স্টাফ রিপোর্টার
কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষের মাঝে মাস্ক, সাবান, হ্যান্ড স্যানেটাইজার বিতরণ করা হয়। বিতরণ করেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক ও বাংলাদেশ ছাত্র-ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ রায় বিশু। তখন তিনি গ্রাম অঞ্চলের সাধারন মানুষকে “করোনা ভাইরাস” সতর্ক করে বলেন সবাই নিয়মিত সাবান /হ্যান্ড স্যানেটাইজার দিয়ে হাত ধুবেন, গরম পানি খাবেন এবং মাস্ক পরবেন। করোনাভাইরাস” নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, সবার সচেতনতাই এই মহামারি করোনা ভাইরাসকে নির্মুল করবে।
তিনি আরো বলেন “বাংলাদেশ ছাত্রলীগ আপনাদের সেবায় নিয়োজিত থাকবে এই সংকটময় সময়ে সারা বাংলাদেশে ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী নিজেদের জীবন বাজি রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করে যাচ্ছে।
উপস্থিত ছিলেন ছাত্রলীগের কর্মী বিজয় সরকার, আকিব হাসান, পলাশ কুমার, লাকুম সরকার, সুকুমার রায়, বলোরাম রায়, রেদওয়ান আলী, রনি দাস সহ আরো অনেকে।