স্টাফ রিপোর্টার:প্রবাসীরা দেশে না থাকলেও সবসময় তাদের মন কাঁদে দেশের জন্য। তাইতো দেশের এই ক্রান্তিকালে কোরিয়া প্রবাসীরা চুপচাপ বসে না থেকে ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার মাধ্যমে দেশের মা মাতৃভূমির বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কোভিড-১৯ যুদ্ধের সম্মুখভাগ যোদ্ধা ডাক্তারদের জন্য।
ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়া বাংলাদেশের ১২ টি জেলায় পিপিই বিতরণ করেছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার কিশোরগঞ্জ জেলায় সংগঠনটির সহ সভাপতি কামরুল হাসান রাজ এর বড় ভাই জুবায়ের ইবনে সাঈদ কমিউনিটির পক্ষ থেকে সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমানের কাছে উন্নত মানের পিপিই হস্তান্তর করেন।
সিভিল সার্জন জানান, দক্ষিন কোরিয়া প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশীদের ইপিএস বাংলা কমিউনিটি ইন কোরিয়ার পক্ষ হতে প্রাপ্ত ৪০টি পিপিই পেয়েছি। কোরিয়ায় অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশীদেরকে ধন্যবাদ জানাই।