মঃ’হামা’রি করো’নাভাই’রাসের কারণে ক্রান্তিকালের মধ্য দিয়েই পবিত্র ঈদুল ফিতর উদযাপন করেছে বিশ্বের ইস’লাম ধ’র্মাবলম্বীরা।
আ’র বি’শেষ এই দিনে কঠিন সময়ে দেশের মানুষকে ল’ড়াই চালিয়ে যাওয়ার মতো মানসিকতা দেওয়ায় স্রষ্টাকে ধন্যবাদ জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান।হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, ৫৪ বছর বয়সী এই অ’ভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছা জানিয়েছেন।‘
এ’ই স’ময়ে আল্লাহর কৃপা আমাদের সঙ্গী হোক। শেষ পর্যন্ত এটি বিশ্বা’স, যা আমাদের চলতে সাহায্য করে… সবাইকে ঈদ মুবারক। তিনি আমাদের ভালোবাসা, শান্তি ও সমৃদ্ধির পথ দেখান সব সময়,’ লেখেন শাহরুখ।
পা’নাহার থে’কে বি’রত থাকা ও প্রার্থনার মাস রমজান শেষে আসে ঈদ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দিনটি উদযাপন করেন মু’সলমানেরা। তবে এবার করো’নাভাই’রাসের প্রাদুর্ভাবে লকডাউনের মধ্যে ভা’রতে উদযাপিত হয়েছে সর্ববৃহৎ ধ’র্মীয় উৎসবের দিনটি।
শা’হরুখ ছা’ড়াও ব’লিউড তারকা সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, সারা আলি খান, সোনম কাপুরসহ আরো অনেকেই ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্ত-অনুরাগীরাও কম যাননি। তাঁরাও মন্তব্যের ঘরে প্রিয় তারকাকে ঈদের শুভেচ্ছা জানাতে ভুল করেননি।