ক্ষু’ধার জ্বা’লায় ম’”রা কু’কু’রের মাংস খা’চ্ছে মানুষ, ভিডিও ভা’ই’রাল….
মহামা’রি ক’রো’না ভা’ই’রাসের কারণে চলছে লকডাউন।মানুষ ক’র্মহীন হয়ে
পরায় তাদের খাদ্যের যোগান দিতে পারছে না। রাস্তায় দূ’র্ঘটনায় মৃ’ত্যু কু’কু’রের মাংস খাচ্ছে এক জন লোক। ক্ষু’ধার ও দেশের গরিব মানুষের
আসল চিত্র দেখা গেল। শ্র’মিকরা হাঁট’ছেন কয়েক হাজার কি’লোমিটার, রা’স্তাতেই মা’রা যাচ্ছেন দুর্ঘ’টনা বা ক্লা’ন্তিতে। রাজনীতিও চলছে সমানতা’লে
সেই মৃ’ত্যু নিয়ে।কিন্তু গরিবের অবস্থা পালটাচ্ছে আর কোথায়? তবে, এবার যে চিত্র সামনে এল তা ভ’য়ংকর! খিদের জ্বালায় প্রকাশ্য রাস্তায় বসে
এক ব্যক্তি ম’রা কুকুরের মাংস খাচ্ছে! এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাই’রাল হয়ে গিয়েছে।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভা’রতের জয়পুরের কাছে দিল্লি-জয়পুর হাইওয়ের উপরে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, হাইওয়ের উপরে বসে
এক ব্যক্তি। তাঁর সামনে পড়ে রয়েছে একটি ম’রা কুকুর। আর সেই মৃ’ত কু’কু’রের শরীর থেকে মাংস ছিঁড়ে খেতে দেখা যাচ্ছে। বেশ কিছুক্ষণ চলে সেই দৃশ্য। তবে একটু পরে একজন একটি
গাড়ি থেকে নেমে এসে ওই ব্যক্তিকে একটি খাবারের প্যাকেট ও জলের বোতল দিয়ে যান।ঘটনাটি সামনে আসতেই ফের একবার শোরগোল পড়ে গিয়েছে। পরিযায়ী শ্রমিক তথা গরিব মানুষের জন্য পরিকল্পনা না করেই লকডাউন করা হয়েছে দেশে, এই অ’ভিযোগ বারবার উঠছে। এই ধরনের ভ’য়ংকর দৃশ্যগুলো যেন সেই অ’ভিযোগকেই বারবার মান্যতা দিচ্ছে।
সম্প্র’তি ভা’রতের উত্তরপ্রদেশে ৬০ বছরের এক পরিযায়ী শ্রমিকের না খেতে পেয়ে মৃ’ত্যু হয়েছে। পু’লিশ সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে পরিবারের কয়েকজন সদ’স্যকে নিয়ে উত্তরপ্রদেশে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করেছিলেন ওই শ্রমিক।তিন দিন ধরে টানা হেঁটেই গিয়েছেন।
কিন্তু জোটেনি কোনও খাবার। সঙ্গে যা ছিল তা ১ দিনেই শেষ হয়ে যায়। তিনদিন আগে শেষ খাবার খেয়েছিলেন ওই বৃদ্ধ শ্রমিক। প্রায় ১২০ কিলোমিটার অ’তিক্রম করে কনৌজ পর্যন্ত
পৌঁছে গিয়েছিলেন তাঁরা। এর পর দুপুরে নিজেদের গ্রাম হারদই জে’লার দিকে যাত্রা শুরু করেছিলেন। কিন্তু দুপুরেই এক কিলোমিটার পথ না যেতেই মৃ’ত্যুর কোলে ঢলে পড়েন তিনি।