এক ম’সজিদের খ’তিবের জানাজায় ৫ ধাপে অন্তত ১০ হাজার মানুষ অংশ নিয়েছে। শারিরীক দূরত্ব ও স্বাস্থ্য বিধি না মেনে মানুষের ঢল নামে জানাজায়।
প’রে প্র’শাসনের অনুরোধে নির্ধারিত সময়ের আগেই ৫ ধাপে জানাজা অনুষ্ঠিত করে দাফন সম্পন্ন হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আঠারবাড়ি বাজারের বায়তুল আতিক মসজিদের প্রতিষ্ঠাতা খতিব মাওলানা আবদুল হাকিমের জানাজায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (৪ জুন) ভো’রে তার মৃ’ত্যু হয়।বেলা আড়াইটায় তে’লুয়াড়ি মসজিদ মাঠে তার জানাজার সময় নির্ধারণ করে দেওয়া হয়। কিন্তু, তার মৃ’ত্যুর খবর পেয়ে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে লোকসমাগম হতে শুরু করে।
তিনি আ’ঠারবাড়ি ছা’ড়াও আশপাশের উপজে’লায় বিভিন্ন ওয়াজ মাহফিলে নিয়মিত ইসলামি ওয়াজ করতেন।
সে’গুলোতে স’ভাপতিত্বও করতেন তিনি। দীর্ঘ দিন ধরে খতিব হিসেবে দায়িত্ব পালন করায় এবং বিভিন্ন স্থানে ওয়াজ মাহফিলে ওয়াজ করায় তার অনেক ভক্ত তৈরি হয়।
আ’ঠারবাড়ি পুলি’শ ত’দন্ত কেন্দ্রের ই’নচার্জ মো. জালাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন ধরে মসজিদটির খতিব থাকায় অনেক ছাত্র ও ভক্ত তৈরি হয় হুজুরের।
তার মৃ’ত্যুর খব’র পেয়ে যানবাহন না চললেও চার দিক থেকে লোক সমাগম হতে শুরু করে। ৫ টি ধাপে অন্তত ১০ হাজার লোক জানাজায় অংশ নেয়।তিনি আরও বলেন ,আমাদের কিছুই করার ছিল না।
ঈশ্বরগঞ্জ থা’নার ভার’প্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান আকন্দ জানান, চারদিক থেকে গ্রামের লোকজন জানাজায় অংশ নিতে আসতে শুরু করে।ওই সময় সবাইকে দূরে দূরে দাঁড়িয়ে জানাজায় অংশ নিতে বলা হয়।
এদি’কে, ঈশ্বরগঞ্জ ইতোমধ্যে ক’রোনায় আ’ক্রান্ত হয়েছেন ৩৬ জন। গত সোমবারও আঠারবাড়িতে একই পরিবারের স্বামী-স্ত্রীসহ ৪ জনের শরীরে ক’রোনা ভাই’রাস শনাক্ত হয়েছে।